Saturday 5 November 2016

Friday 28 October 2016

O JANIYA Video Song Force 2 John Abraham Sonakshi Sinha Neha Kakkar T Series

O JANIYA Video Song Force 2 John Abraham Sonakshi Sinha Neha Kakkar T Series


O JANIYA Video Song Force 2 John Abraham Sonakshi Sinha Neha Kakkar T SeriesO JANIYA Video Song Force 2 John Abraham Sonakshi Sinha Neha Kakkar T Series
Video Description
File Name:- O JANIYA Video Song Force 2 John Abraham Sonakshi Sinha Neha Kakkar T Series
Duration : 2 min inutes 31 sec econds
Uploaded By : T-Series
Published: Fri 28 Oct 2016 at 1:30pm
Total Downloads : 8878

DownLoad


Friday 27 May 2016

নেটওয়ার্কের অবৈধ ব্যবহার প্রতিরোধ করে

কাগজ অনলাইন ডেস্ক: নেটওয়ার্কের অবৈধ ব্যবহার প্রতিরোধ করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) নিজস্ব মনিটরিং ব্যবস্থা জোরদার এবং লাইসেন্সের শর্তানুযায়ী যথাযথভাবে দায়িত্ব প্রতিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অন্যথায় আইএসপিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিটিআরসি এক নির্দেশনায় জানায়, এ/বি/সি ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান যথাযথভাবে তা প্রতিপালন করছে না, যা দুঃখজনক।
নির্দেশনায় বলা হয়, এ/বি/সি ক্যাটাগরির আইএসপি কেবলমাত্র ন্যাশনওয়াইড/সেন্ট্রাল জোন/জোনাল আইএসপি হতে সংযোগ গ্রহণ করবে। এ/বি/সি ক্যাটাগরির আইএসপি কোনভাবেই আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) হতে সরাসরি সংযোগ গ্রহণ করতে পারবে না।
লাইসেন্সধারী প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে কোনভাবেই ব্যান্ডউইডথ সংযোগ দিতে পারবে না। এ/বি/সি ক্যাটাগরি আইএসপি প্রতিষ্ঠানসমূহ কোনভাবেই লাইসেন্সের অনুমোদিত মেয়াদ ও স্থান তথা নির্দিষ্ট থানা ছাড়া অন্য কোনো এলাকায় সংযোগ দিতে পারবে না।
আইএসপিসমূহকে মাসিক প্রতিবেদন প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বিটিআরসিতে এক্সেল শিটে ই-মেইলে (isp@btrc.gov.bd)-তে দাখিল করতে হবে।
নির্দেশনায় বলা হয়, আইএসপিগুলো নিজস্ব মনিটরিং ব্যবস্থা জোরদার করে নেটওয়ার্কের অবৈধ ব্যবহার প্রতিরোধ নিশ্চিত করবে।
উল্লিখিত নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করলে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
এ বিষয়ে জানতে চাইলে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক নেতা বলেন, ক্যাটাগরি যাই থাকুক, নির্দেশনা বাস্তবায়নে বিটিআরসিকেই মনিটরিং বাড়াতে হবে।

অ্যান্ড্রয়েডের ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

কাগজ অনলাইন ডেস্ক: সময়এখন নিঃসন্দে
হে স্মার্টফোনের। ফোন মানেই এখন স্মার্টফোন। আর বেশিরভাগ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এখন অ্যান্ড্রয়েড। বলা যায় এখন অ্যান্ড্রয়েডের জয়জয়কার চলছে।
কিন্তু জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটির অনেক তথ্যই হয়তো আমরা জানি না।
নিচে অ্যান্ড্রয়েডের অজানা ৫টি তথ্য তুলে ধরা হলো :
১. সারা বিশ্বের ৮১ শতাংশ স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
২. অনেকেরই ধারণা, গুগল আর অ্যান্ড্রয়েড একই কোম্পানি। কিন্তু আসলে তা নয়, গুগল অ্যান্ড্রয়েড তৈরি করেনি।
৩. প্রথম অ্যান্ড্রয়েড প্রোটোটাইপ অনেকটা ব্ল্যাকবেরির মতো।
৪. ২০০৮ সালে প্রথম অ্যান্ড্রয়েড ভার্সন লঞ্চ করেছিল।

৫. এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের সব ভার্সনের নামই মিষ্টির নামে রাখা হয়েছে।